নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯শে মে) সকাল সাড়ে ৯টার দিকে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুটির মাথা ঢুকে যায়।
ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।
আবদুল কাদের ইমন নামের এক পথচারী ওই শিশুকে উদ্ধার করেন। তিনি ও পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।
আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।
afroza/sat