সাউদ্যাম্পটনের সাথে ড্র করল লিভারপুল

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ১০:৩৬

আপডেট: ২৯-০৫-২০২৩ ১০:৩৬

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদ্যাম্পটনের সাথে ৪-৪ গোলে ড্র করেছে লিভারপুল। 

রোববার সেন্ট মেরি’স স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন ডিওগো জটা, সাউদ্যাম্পটনের হয়ে জোড়া গোল তুলে নেন কামালদীন সুলেমানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ৭২ মিনিটের আগ পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিলো সাউদ্যাম্পটন। 

এরপরই ২ মিনিটে দুটি গোল করে ম্যাচে ফেরে লিভারপুল। বল সংরক্ষণ থেকে শুরু করে শট বা পাস সংখ্যায় সব দিক থেকে এগিয়ে থাকলেও নির্ধারিত সময় শেষে ৪-৪ গোলে ড্র হয় ম্যাচটি। লিভারপুলের হয়ে বাকি দুটি গোল করেন রবার্তো ফিরমিনো এবং কোডি গ্যাকপো।  

দিনের অপর খেলায় উলভসকে গোল বন্যায় ভাসিয়েছে আর্সেনাল। এমিরাটস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটিতে ৫-০ গোলে জয় তুলে নিয়েছে গানাররা। ম্যাচ শুরুর ১৫ মিনিটেই জোড়া গোল করেন গ্রানিত জাকা। এছাড়াও আর্সেনালের হয়ে একটি করে গোল তুলে নেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল হেসুস, জাকুব কিবিওর।    

এদিকে, দিনের অন্য খেলায় ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। জি টেক কমিউনিটি স্টেডিয়ামে আয়োজিত হয় ম্যাচটি। ম্যাচের ৮৫ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে জয়সূচক গোলটি করেন এথান পিনক। তবে ব্রেন্টফোর্ডের চার  জন খেলোয়ারকে হলুদ কার্ড দেখতে হয়। আক্রমণে সক্রিয় থেকেও গোলের মুখ দেখতে ব্যার্থ হয় ম্যান সিটি। 

 

Prottay/Bodiar