নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার (২৮শে মে) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে চীনের ভাইস মিনিস্টারের সাথে আলোচনা হয় প্রধানমন্ত্রীর। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু।
উল্লেখ্য, চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য তিন দিনের সরকারি সফরে শুক্রবার (২৬শে মে) রাতে ঢাকায় আসেন। ঢাকায় অবস্থানকালে তিনি দ্বাদশ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) অংশগ্রহণসহ বাংলাদেশের প্রতিনিধিদের সাথে কয়েকটি বৈঠক করেন। এছাড়া পদ্মা সেতু পরিদর্শন করেন তিনি।
rocky/sat