পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ২২:০৩

আপডেট: ২৮-০৫-২০২৩ ২২:০৩

পাবনা সংবাদদাতা: পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার) দুপুরে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) ও শাহ আলমের নাতি হৃদয় হোসেনের ছেলে রিয়াদ হোসেন (৫)। সম্পর্কে দু’জন আপন মামা-ভাগ্নে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসরত শাহ আলমের ছেলে নাহিদ ও নাতি রিয়াদ খেলতে গিয়ে বাঁধের পাশে ক্যানেলের পানিতে পড়ে যায়। তাদেরকে খোঁজাখুজির এক পর্যায়ে ক্যানেলের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন। 

Nishat/sat