ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্তর্জাল’

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ২১:৩২

আপডেট: ২৮-০৫-২০২৩ ২১:৩২

বিনোদন ডেস্ক: ঈদ উল আজহায় দেশে শতাধিক সিনেমা হলে একযোগে মুক্তি পাবে দীপংকর দীপনের সিনেমা ‘অন্তর্জাল’। এছাড়াও কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে এই ছবি।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। জানানো হয়, দীপংকর দীপন পরিচালিত সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ সারা দেশে ও বিশ্বব্যাপী ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট। 

বাংলাদেশ ছাড়া কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে মুক্তি পাবে এই ছবি। 

ইন্টারনেটের রহস্যময় দুনিয়া নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার 'অন্তর্জাল'। ওয়ালটন নিবেদিত এ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন।

rocky/sat