নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা ছাড়া দেশের সকল মহানগরে পদযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। রোববার (২৮শে মে) কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, কোনো চাপেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন না তারা।
নেতাকর্মীদের নামে মামলা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়ে রবিবার ঢাকা ছাড়া দেশের সকল মহানগরে পদযাত্রা করে বিএনপি।
রাজশাহী নগরীতে সকালে স্থানীয় ভুবন মোহন পার্ক থেকে শুরু হয় পদযাত্রা। এতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, দেশের মানুষের সমস্যার দিকে না তাকিয়ে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছে সরকার।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগরেও অনুষ্ঠিত হয় বিএনপি’র পদযাত্রা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ময়মনসিংহে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতারা। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
GM/sat