নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে রোববার (২৮শে মে) নগরীর সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন তিনি।
সিইসি বলেন, পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
KFA/sat