বৃষ্টি আরও কমবে, বাড়বে তাপমাত্রা

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ১৯:০০

আপডেট: ২৮-০৫-২০২৩ ১৯:০০

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে আবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (২৮শে মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

রোববার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৬৩ মিলিমিটার।

 

rocky/sat