নিজস্ব প্রতিবেদক: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপিকে বড় বাধা হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোন অপচেষ্টা প্রতিহত করা হবে। রোববার (২৮শে মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়েআওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় তিনি এ কথা বলেন।
এসময় জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভা এ অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকারের কোন মাথাব্যাথা নেই। তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাইছে, যা আওয়ামী লীগও চায়।
বিএনপি অসুস্থ রাজনীতি করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার কোন অপচেষ্টাই মেনে নেয়া হবে না। আক্রমণ এলে সমুচিত জবাব দেয়া হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনেও বিএনপির পরাজয় হবে।
Zubayer/sat