মশা নিধনে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ১২:৪৪

আপডেট: ২৮-০৫-২০২৩ ১৫:৩৭

নিজস্ব প্রতিবেদক : গত বছরের তুলনায় চলতি বছরে প্রথম ৫ মাসে ৬ গুণ বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। 

আজ (রোববার) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির একথা বলেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ মাসে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫০জন। এরমধ্যে ঢাকায় ১ হাজার ১৯৯ জন। ঢাকার পর কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু রোগির সংখ্যা বেশি। গত ৫ মাসে সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬ জন। 

এই অবস্থায় মশা নিধনের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো অবনতি হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

LGR/Bodiar