বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তি উদযাপন

প্রকাশিত: ২৮-০৫-২০২৩ ১১:২১

আপডেট: ২৮-০৫-২০২৩ ১২:৩৯

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ। 

এই উপলক্ষে আজ (রোববার) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনে আমাদের অঙ্গীকার হবে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যে কাজ করে যাওয়া। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জিত হবে’। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশের সকল মিশনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা আয়োজনে এই পদকপ্রাপ্তি উদযাপন করা হচ্ছে। ১৯৭৩ সালের ২৩শে মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে।

 

FR/Bodiar