কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে মানবপাচার বিরোধী কনসার্ট। এতে গান গেয়ে সাগর পাড় মাতিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম।
শনিবার সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় ’উইনরক ইন্টারন্যাশনাল’ পরিচালিত একটি মানব পাচার বিরোধী প্রকল্পের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এতে গান পরিবেশন করেন মমতাজ।
অনুষ্ঠানে মানব পাচার বিরোধী গান, মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক নানা পরিবেশন, সমাজে মানব পাচারের শিকার ব্যাক্তিদের অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হয়। কনসার্ট শেষে মমতাজ বেগম বলেন, মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য, মানুষ সচেতন থাকলে আর কোনো সমস্যাই থাকে না।
Prottay/prabir