৭৬তম কান উৎসবের পর্দা নামছে আজ

প্রকাশিত: ২৭-০৫-২০২৩ ২৩:১৫

আপডেট: ২৭-০৫-২০২৩ ২৩:১৫

বিনোদন ডেস্ক: আজ শেষ হচ্ছে ৭৬তম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। বিশ্বখ্যাত তারকাদের পদচারণায় এই কদিন মুখর ছিল কান সমুদ্র সৈকত। উৎসবের উদ্বোধন হয় হলিউড তারকা জনি ডেপের 'জান দ্যু বারি' সিনেমার প্রর্দশনীর মধ্যে দিয়ে। বিশ্ব চলচ্চিত্রের বড় তারকারা যোগ দেন কান উৎসবে। বলিউড তারকাদের মধ্যে ছিলেন সারা আলি খান, ম্রুনাল ঠাকুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, উর্বশী রাউতেলা, মৌনী রায়, সালি লিওনিসহ অনেকে।

হলিউড তারকাদের মধ্যে ছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, মাইকেল ডগলাস, ফোর্ড হ্যারিসন, কেট ব্ল্যানচেট, জেনিফার লরেন্স, জুলিয়ান মুর, নাটালি পোর্টম্যান, টম হ্যাংকসসহ অনেকেই।  এছাড়া চীন, জাপান ও কোরিয়ান তারকাদের দেখা গেছে। 

উৎসবের ১১তম দিনে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ইতালির আলিস রোরওয়াকার পরিচালিত 'লা কিমেরা' ও  যুক্তরাজ্যের কেন লোচের পরিচালনায় 'দ্য ওল্ড ওক'। কান প্রিমিয়ার বিভাগে দেখানো হয় ফ্রান্সের 'অ্যাবট স্টোন' সিনেমাটি। যার পরিচালক ফেদেরিক তেলিয়ের।  

১৬ই মে কান উৎসব শুরু হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর মে মাসে ফ্রান্সের রিজোর্ট শহরে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

Sanjida/joy