মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

প্রকাশিত: ২৭-০৫-২০২৩ ২০:৪৯

আপডেট: ২৭-০৫-২০২৩ ২০:৪৯

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৬২ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

শুক্রবার দেশটির আইন প্রয়োগকারী সংস্থা- ডিবিকেএল ফেসবুক পেজে এই তথ্য জানায়। 

সংস্থাটি বলছে, বৈধ কাগজপত্র না থাকায় এসব নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ জন বাংলাদেশের, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক। 

রাজধানী কুয়ালালামপুরজুড়ে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল। 

shamima/sat