মানব পাচার বিরোধী কনসার্টে গাইবেন মমতাজ

প্রকাশিত: ২৭-০৫-২০২৩ ১৪:০৪

আপডেট: ২৭-০৫-২০২৩ ১৪:০৪

কক্সবাজার সংবাদদাতা : বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের কনসার্টে গান গাইবেন মমতাজ বেগম এমপি ও ব্যান্ড ‘মাদল’।আজ ২৭শে মে শনিবার বিকেলে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আয়োজিত কনসার্টে গান গাইবেন জনপ্রিয়  এই কণ্ঠশিল্পী। 

এছাড়াও অনুষ্ঠানে মানব পাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে। সবার জন্য উন্মুক্ত কনসার্টটি বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজারে আয়োজন করা হয়েছে ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’, জানিয়েছেন আয়োজকরা।  

ইতিমধ্যেই খুলনা, সাতক্ষীরা ও যশোরে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের এই আয়োজন সফলভাবে শেষ হয়েছে। আর আজ ২৭শে মে কক্সবাজারে অনুষ্ঠিত হবে এই আয়োজনের সমাপনী কনসার্ট।

 

FR/shimul