৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেতা

প্রকাশিত: ২৬-০৫-২০২৩ ১৯:২৪

আপডেট: ২৬-০৫-২০২৩ ১৯:২৪

বিনোদন ডেস্ক: বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বৃহস্পতিবার কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা। তার স্ত্রী রূপালি বড়ুয়া আসামের মেয়ে। কলকাতার একটি নামকরা ফ্যাশন হাউসে কর্মরত আছেন তিনি। ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্টে গিয়ে বিয়ে সম্পন্ন করেছেন আশীষ ও রূপালি।

বিয়ের পর সংবাদমাধ্যমকে আশীষ বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’

এই খল অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধা প্রসঙ্গে রূপালি বলেন, ‘উনি একজন ভালো মনের মানুষ, ওনার সঙ্গ পাওয়াটা সৌভাগ্যের’।

এর আগে অভিনেত্রী ও গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশীষ। তবে সে বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। এবার হুট করে দ্বিতীয় বিয়ে করে আশীষ চমকে দিয়েছেন সবাইকে।

Sumyia/shimul