নিজস্ব প্রতিবেদক: দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে আরও নিষেধাজ্ঞা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (২৬শে মে) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ বলেন, দুঃখের বিষয় হচ্ছে দেশে এখন কোনো নির্বাচন আর নিরপেক্ষ হয় না। কিছু মানুষ ও আইনের কারণে সাংবাদিকতাও আজ হুমকির মুখে। সাংবাদিকরা ভয়ে থাকেন।
গাজীপুর নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে তাই তারা দেখিয়েছে। দেশে এখন আর সুষ্ঠু নির্বাচন হয় না। সব লোক দেখানো। এখনই যদি দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না যায় তাহলে একের পর এক নিষেধাজ্ঞা আসতেই থাকবে।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কাঁচি দিয়ে সংবিধান কেটে ফেলতে চায় সরকার। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে গণমাধ্যম ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। অনেক গণমাধ্যম সত্য প্রকাশ করতে গেলে তাদের বন্ধ করে দেয়া হয়েছে। তাদের বিভিন্ন মামলা দিয়ে থামিয়ে রাখা হয়েছে।
rocky/sat