আজ রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ

প্রকাশিত: ২৬-০৫-২০২৩ ১০:২১

আপডেট: ২৬-০৫-২০২৩ ১০:২১

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শুক্রবার (২৬শে মে) রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে আওয়ামী লীগ। 

বেলা ৩টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। 

এ ছাড়া আজ শুক্রবার বেলা ৩টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

জানা গেছে, ১০ দফা দাবিতে আজ শুক্রবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। দলটি সমাবেশের নামে রাজধানীসহ জেলা ও মহানগরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য মাঠে থাকবে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

rocky/sat