ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা গ্রামে রয়েছে বিশাল আকারের শতবর্ষী একটি সূর্যপুরি আম গাছ। বিস্তীর্ন এলাকাজুড়ে ছড়িয়ে থাকা গাছটিকে দূর থেকে দেখলে একটি বাগান বলে মনে হয়। গাছটির প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা করা ও বসা যায়। ছড়িয়ে যাওয়া ডালপালা আর থোকায় থোকায় ঝুলে থাকা আম দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
বিশাল আকৃতির এই আম গাছটি অবস্থিত ঠাকুরগাঁও জেলার হরিণমারি এলাকায়। প্রায় ৭৩ শতক জমি জুড়ে বি¯তৃত এ গাছটি। যাতে থোকায় থোকায় ঝুলছে সূর্যপুরি আম। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট। কান্ড থেকে বের হয়েছে গাছটির ২০টি শাখা। শাখাগুলোর দৈর্ঘ্য ৪০ থেকে ৫০ ফুট। গাছের ডালগুলো দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো। প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়।
বর্তমানে গাছটির মালিক স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান ও নূর ইসলাম। স্থানীয়দের অনুমান, গাছটির বয়স দু’শ বছরের বেশী। এ মৌসুমে পর্যাপ্ত পরিমাণে আমের ফলন হওয়ায় গাছটির সৌন্দর্য আরও বেড়ে গেছে। এবার ৩০ থেকে ৪০ মণ আম পাওয়ার আশা করছেন এর মালিকেরা।
বিশাল আকারের দৃষ্টিনন্দন আম গাছটি দেখতে দর্শনার্থীরা দূর দুরান্ত থেকে ছুটে আসেন। তবে জায়গাটিতে দশনার্থীদের জন্য প্রয়োজনীয় অবোকাঠামো নেই। গাছটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গাছটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানালেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মো.আলী আসলাম জুয়েল।
Laiza/sat