ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কয়েকশ বছরের পুরনো একটি সার্বজনীন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা চলছে। সরকারি খতিয়ানে জায়গাটি শ্মশানের বলে উল্লেখ থাকলেও একজন দাবি করেছেন তিনি ক্রয়সূত্রে সেই জমির মালিক। দখলের উদ্যোগও নিয়েছেন তিনি। তাই শ্মশানটি রক্ষায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা ইউনিয়নের বাজারটিকে ঘিরে চার শতাধিক হিন্দু পরিবারের বসবাস। এই সম্প্রদায়ের কারও মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় কাঁচামাটিয়া নদীর তীরে প্রতিষ্ঠিত সার্বজনীন মহাশ্মশানে। যা অন্তত কয়েকশ বছরের পুরনো।
সরকারি খতিয়ানে জায়গাটি শ্মশানের বলে উল্লেখ থাকলেও কয়েক বছর ধরে ভূমিদস্যুরা এটি দখলের চেষ্টা চালাচ্ছে। সেখানে মরদেহ নিয়ে যাওয়ার রাস্তাটি কৌশলে আটকে দেয়া হয়েছে। তৈরি করা হয়েছে কিছু অবৈধ স্থাপনাও।
সম্প্রতি আফাজ উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি শ্মশানের জায়গা নিজের দাবি করে আশপাশের গাছপালা কেটে উজার করছেন। তার দাবি ৪০ বছর আগে তিনি এই জায়গা ক্রয় করেছেন।
এমন অবস্থায় শ্মশানটি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
শ্মশানের জায়গা নির্ধারণ করে আশপাশের অবৈধ দখলদারদের উচ্ছেদে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে মহাশ্মশান পরিচালনা কমিটি। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।
এমন একটি সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
AR/sat