ভিসানীতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় মার্কিন সমর্থন: রাষ্ট্রদূত

প্রকাশিত: ২৫-০৫-২০২৩ ১৯:৪১

আপডেট: ২৫-০৫-২০২৩ ২০:৪৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থনের অংশ। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পিটার হাস এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমাদের দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় স¤প্রতি ঘোষিত ভিসা নীতির প্রসঙ্গও এসেছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং গতকাল আমাদের (যুক্তরাষ্ট্রের) বিবৃতিতে যা দেখেছেন, তাতে বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী সবার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহŸান জানিয়ে দেওয়া হয়েছে। কোন নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে এটা করা হয়নি। সবার জন্যই নতুন এ ভিসা নীতি। যাতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।’

মার্কিন নতুন ভিসা নীতির পরিপ্রেক্ষিতে আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দেয়। এতে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত অঙ্গীকারের প্রতি জোরালো সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রশংসা করেছে সরকার।

আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির দু’জন করে নেতা বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূতের আমন্ত্রণে তাঁর বাসায় বৈঠকে বসেন। প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠক হয়। আমেরিকার রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সেখানে কথা না বললেও পরে দলের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই ভিসানীতিকে সাধুবাদ জানান। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন জানান, আমেরিকার ভিসানীতির উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন এবং এই ভিসানীতিতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। 

উলে­খ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতি অনুসারে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কথা উলে­খ করা হয়।

 

 

 

Prottay/joy