বিনোদন ডেস্ক: বহু জনপ্রিয় দক্ষিণী ছবি ও হিন্দি ছবির অভিনেতা রানা দাগ্গুবতী আর শ্রদ্ধা কাপুর জুটি বেঁধে ‘মোস্ট ওয়ান্টেড’ সিনেমা নিয়ে আসেছেন। রোববার সংবাদমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
সংবাদমাধ্যম জানায়, ভক্তদের চাওয়া পূরণ করতেই রানা-শ্রদ্ধা জুটি বেঁধেছেন। তাদের এ ছবির নাম ‘মোস্ট ওয়ান্টেড’। সব ঠিক থাকলে ১ জুন বড় পর্দা ভাগ করে নেবেন তারা। ছবির মোশন পোস্টার ভাইরাল। ‘ছিছোড়ে’র পর শ্রদ্ধাকে আবারও ছোট চুলে দেখা যাবে।
শ্রদ্ধা কাপুরকে শেষ দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে ‘তুঝুটি ম্যায় মাক্কার’ ছবিতে। সিনেমা বাণিজ্যিকভাবে সফল। দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি।
Sanjida/Bodiar