শাহজালাল বিমানবন্দর: নতুন বোর্ডিং ব্রিজ তৈরিতে সংকট

প্রকাশিত: ২০-০৫-২০২৩ ১৪:১৭

আপডেট: ২০-০৫-২০২৩ ১৪:৫৯

রীতা নাহার: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে চলছে বিশাল কর্মযজ্ঞ। টার্মিনালের নান্দনিক সৌন্দর্যের অনেকটাই দৃশ্যমান এখন।এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযোগের কাজও এগিয়ে চলেছে। এই টার্মিনাল নির্মাণকে কেন্দ্র করে বদলে যাচ্ছে গোটা বিমানবন্দরের অবয়ব। তবে, অর্থের যোগান না থাকায় থেমে আছে টার্মিনালের অতিরিক্ত ২৪টি বোর্ডিং ব্রিজের নির্মাণ কাজ। মূল নকশায় না থাকলেও বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে এগুলো নির্মাণের সিদ্ধান্ত হয়। 

ভেতরে বাইরে, কাছে কিংবা দূরে যেখানেই চোখ যায়, বিশাল কর্মযজ্ঞ। নির্মাণাধীণ এই অবকাঠামো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবনন্দরের তৃতীয় টার্মিনালের। যার স্বরূপ অনেকটাই দৃশ্যমান এখন। প্রতিদিনই একটু একটু করে পূর্ণতা পাচ্ছে এর নির্মাণাধীন বিভিন্ন অংশ। 

বিশ্বমানের আধুনিক সুযোগসুবিধাসহ নান্দনিক নকশায় তৈরি হচ্ছে নতুন টার্মিনাল ভবন। ভেতরের দিকে ছাদের অংশে বসছে বর্নিল নকশার পাত। ফুলেল নকশার মাঝে ছোট ছোট লাইট। যা আলো ছড়াবে টার্মিনাল ভবনে।তৈরি হচ্ছে বিভিন্ন দাপ্তরিক কক্ষ। অ্যাপ্রন থেকে গাড়িতে করে এসে লাগেজ বেল্টে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে লাগেজ। স্থাপন চলছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। 

তৃতীয় টার্মিনালের মূল নকশায় ১২টি বোর্ডিং ব্রিজ থাকলেও পরবর্তীতে বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে টার্মিনাল থেকে অ্যাপ্রন পর্যন্ত উত্তর ও দক্ষিণ প্রান্তে অতিরিক্ত ২৪টি বোর্ডিং ব্রিজ বা উড়োজাহাজে ওঠার সেতু তৈরির উদ্যোগ নেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কিন্তু জাইকার অনুমোদন ও অর্থ সংক্রান্ত জটিলতায় অংশের নির্মাণ কাজ থেমে আছে বলে জানিয়েছেন  বেবিচকের  চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। 

বিমানবন্দরের পশ্চিম প্রান্তের এই দীর্ঘ খোলা জায়গায়তৈরি হচ্ছে উড়োজাহাজের পার্কিং বা অ্যাপ্রন এলাকা। রানওয়ের শেষটায় দক্ষিণ প্রান্তেহবে নতুন ভিভিআইপি টার্মিনাল। তৃতীয় টার্মিনালের সাথে যোগাযোগ স্থাপিতহচ্ছেএলিভেটেড এক্সপ্রেসওয়ের। মেট্রোরেল ও পাতাল রেলের সংযোগও থাকবে।নির্মিত হচ্ছে বহুতল কার পার্কিং। দেশের আধুনিক এই প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরে।  

সেবার মান বাড়াতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানকে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে কাজ চলছে বলে জানান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ।

KNR/sat