নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল এ. এম. আমিন উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মের কারণে কোন মানুষ বঞ্চিত হবে না। দেশে সম্প্রীতি নষ্টের সব অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানিয়েছে অ্যাটর্নি জেনারেল।
আজ শুক্রবার (১৯শে মে) সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের জাতীয় কাউন্সিল ও ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলন শেষে জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন বিভাস চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন অনুপ কুমার সাহা। এছাড়াও সুপ্রিম কোর্ট শাখার সভাপতি হিসেবে প্রবীর রঞ্জন হালদার এবং সাধারণ সম্পাদক হিসাবে মিন্টু কুমার মণ্ডল নির্বাচিত হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী রানা দাসগুপ্ত, ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার প্রশান্ত ভূষন বড়–য়াসহ অনেকে।
Rakib/shimul