নিজস্ব প্রতিবেদক: বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে সফল হবেনা বিএনপি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি-জামায়াত দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করলে আওয়ামী লীগ তার জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে এই শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। এতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী যোগ দেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
সমাবেশে বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্দোলন করে লাভ নেই। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। বিশৃঙ্খলা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান তারা।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পদযাত্রার কর্মসূচি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি। তবে আন্দোলনে তারা কখনও সফল হবেনা। সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে।
ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আওয়ামী লীগের নেতারা।
KFA/shimul