চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর আট বছরের শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে উপজেলার পৌর এলাকার রুদ্র গাঁও তালুকদার বাড়ির পাশে একটি বিলের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আদিল মাহমুদ তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। সে কবির জুনিয়র প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সোহান গত সোমবার (১৫ই মে) মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন তার সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়রি করে।
আজ (শুক্রবার) একই বাড়ির এক বৃদ্ধ মহিলা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় গর্ত থেকে হাত দেখতে পেয়ে পরিবারকে জানালে পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নিষ্পাপ শিশুর এমন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত হত্যাকারীদের বিচারে আওতায় আনার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
Priyonty/shimul