আন্তর্জাতিক ডেস্ক: ইতালির নোলি উপকূলে সাগরের তলদেশে বানানো হয়েছে বৈচিত্র্যপূর্ণ একটি খামার। পানির নিচে এটিই বিশ্বের প্রথম খামার। যেখানে স্থলভূমির গাছপালার আবাদ করা হচ্ছে। ইতালির ওশান রিফ গ্র“প ‘নিমো’স গার্ডেন’ নামের এই প্রকল্প শুরু করে ২০১২ সালে। প্রথমে এ প্রকল্পের সূচনা হয়েছিল পানির নিচে একটি বেলুনের ভেতর পুদিনাগাছ লাগানোর মাধ্যমে। গত এক দশকে এই বাগানের পরিসর অনেক বেড়েছে। চাষাবাদ হচ্ছে নানা প্রজাতির ফল, সবজি ও ভেষজ গাছের।
নগরায়নের ফলে ব্যাপক হারে কমছে কৃষিজমির পরিমাণ। আর উষ্ণায়ণ, খরা ও অনাবৃষ্টির ফলেও কমেছে বহু ফসলের উৎপাদন। দিন দিন এই পরিস্থিতি যে আরও ভয়াবহ হয়ে উঠবে তাতে কোনও সন্দেহ নেই। তাই বিকল্প চাষাবাদের সন্ধান করতেই সমুদ্রের তলদেশে বাগান তৈরি করেন ইতালির গবেষক লুকা গ্যাম্বেরিনি ও তার বাবা।
উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা হওয়ায় কৈশোর থেকেই সমুদ্রের সঙ্গে বন্ধুত্ব লুকার। বছর দশেক আগে পরীক্ষামূলকভাবে একটি বেলুনের মধ্যে পুদিনা চারা রোপন করে বিশেষ ব্যবস্থা করে তা সমুদ্রের তলদেশে নির্দিষ্ট স্থানে রাখেন। প্রাথমিকভাবে এই পরীক্ষা সফল হওয়ার পরই পুরোদমে শুরু করেন গবেষণা।
ভাসমান, স্বচ্ছ ও গম্বুজ আকারের গ্রিনহাউসের বিন্যাসে নানা প্রজাতির গাছগাছালি আর খাদ্যশস্যের উদ্ভিদ নিয়ে বানান সমুদ্রতলের এই বাগান। প্রতিটি গম্বুজই লোহার শিকল ও নোঙরের সাহায্যে সমুদ্রের তলদেশের সঙ্গে আটকানো। সমুদ্রপৃষ্ঠের ৬ থেকে ১০ মিটার নিচে সূর্যালোকের তীব্রতা কমে যায় অনেকটাই। ফলে, তীব্র তাপদাহ থেকে রক্ষা পায় শস্য ও গুল্মজাতীয় উদ্ভিদ। পাশাপাশি এই গম্বুজে ব্যবহৃত বিশেষ ফিল্টার নোনা পানিকে পরিণত করে মিষ্টি পানিতে। ফলে জলাভাব, খরা কিংবা অনাবৃষ্টির মতো সমস্যা নেই এই বাগানে।
টমেটো, মটরশুঁটি থেকে শুরু করে স্ট্রবেরি ও বিভিন্ন প্রজাতির শত শত ভেষজ উদ্ভিদসহ ফল ও সবজির চাষ করা হয় বাগানটিতে। তবে, ব্যাসার্ধ মাত্র ২ মিটার হওয়ায় এই বাগানে ধান বা গম চাষ করা সম্ভব নয়। বাগানের সবকিছু ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণও করা হয়।
লুকা বলেন, এই বাগানের সবচেয়ে বড় সুবিধা, গাছপালা বাইরের সব রোগজীবাণু ও কীটপতঙ্গ থেকে মুক্ত থাকে। ভবিষ্যতে খাদ্যসংকট মেটাতে এ-ধরনের ‘আন্ডারওয়াটার গার্ডেন’-ই অন্যতম হাতিয়ার হয়ে উঠবে বলে মনে করেন লুকা। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এরইমধ্যে বিভিন্ন জায়গায় এই ধরণের বাগান তৈরির আগ্রহ প্রকাশ করেছে একাধিক মার্কিন সংস্থা।
AAJ/sat