নিত্যপণ্যের দাম বাড়ছেই, নাভিশ্বাস ক্রেতাদের

প্রকাশিত: ১৯-০৫-২০২৩ ১৪:২৩

আপডেট: ১৯-০৫-২০২৩ ১৬:০০

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের দাম যেন পাল্লা দিয়ে বাড়ছে।চিনি, আলু, পেঁয়াজ,আদা, রসুন, জিরাসহ বেশ কিছু পণ্যের দাম বাড়ছে দফায় দফায়। দ্রব্যমূল্যের এমন উর্ধŸগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। তারা বলছেন,হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে। 

বাজারে সপ্তাহের ব্যবধানে কোন না কোন পণ্যের দাম বাড়ছেই। আবার কোন কোন পণ্যের দাম বাড়ছে অস্বাভাবিক মাত্রায়। বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। 

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সাপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চিনি, আলু, পেঁয়াজ, আদা, রসুন,জিরাসহ বেশ কিছু নিত্যপণ্যের। 

যদিও দাম বাড়ার পেছনে বিভিন্ন যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা। চিনির শুধু দামই বাড়েনি, বাজারে এর দেখা পাওয়াও কঠিন। কিছু দোকানে খোলা চিনি মিললেও দাম বেশ চড়া। সুগন্ধি চালের পালে লেগেছে দাম বৃদ্ধির হাওয়া। 

স্বস্তি নেই সবজির বাজারেও, কেজিতে ৭০ টাকার নিচে মিলছে না কোনও সবজি। সব ধরনের মাছের দামও প্রতি কেজিতে বেড়েছে ৪০থেকে ৫০টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। 

Piash/sat