আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সাত ধনী রাষ্ট্রের জোট জি-সেভেন এর সম্মেলন শুরু হয়েছে জাপানের হিরোশিমায়। শুক্রবার (১৯শে মে) থেকে শুরু হওয়া এই সম্মেলেন চলবে রোববার (২১শে মে) পর্যন্ত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ জোটের অন্য সদস্য যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের সরকারপ্রধান অংশ নিয়েছেন এই সম্মেলনে। জি-সেভেনভুক্ত দেশ না হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সম্মেলেনে যোগ দেবেন।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভারতের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে।
এবারের সম্মেলনে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ থাকছে মূল আলোচ্য সূচিতে। চীনকে ঠেকাতে ‘মুক্ত’ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে। এছাড়া জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুগুলোও সম্মেলনের আলোচ্য বিষয়।
প্রসঙ্গত, এই গ্রুপের নাম ছিল জি-৮। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে গ্রুপ থেকে বহিষ্কার করা হয়।
rocky/sat