বিনোদন ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভ্যালে দীর্ঘদিন ধরেই ভারতের প্রিয় মুখ ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতি বছর কানের রেড কার্পেটে অতুলনীয় গ্ল্যামার পরিবেশন করে ভক্তদের মাথা ঘুরিয়েছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। যদিও তার বেশিরভাগ পোশাক ফ্যাশন উত্সাহীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।
ঐশ্বরিয়া এদিন হাজির হলেন কালো-রূপালি লম্বা গাউন গায়ে জড়িয়ে। সেখানেও শেষ হলে এতোটা মুগ্ধতায় ভাসতো না কান সৈকত। গাউনের সঙ্গে ম্যাচ করে বচ্চনবধু মাথা ঢেকেছেন ভিন্নমাত্রার এক হুডিতে। সঙ্গে কোমর বরাবর লম্বা একটা ব্ল্যাক বো- যেন নতুন মাত্রা দিয়েছে রূপালি গাউন আর লালগালিচার সঙ্গে। এর সঙ্গে তার হাঁটা ও চাহনি ছিলো ভুবন ভোলানো।
এ সময় সাথে ছিলেন কন্যা আরাধ্য বচ্চন। তবে দেখা মিলেনি বচ্চনপুত্র অভিষেক বচ্চনকে। এর আগে আরও ২১ বার কান-গালিচা মাড়িয়েছেন এই অভিনেত্রী। দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে ৭৬তম এই ঐতিহাসিক উৎসবের পর্দা নামবে ২৭ শে মে।
Sanjida/sat