বান্দরবান সংবাদদাতা: বান্দরবানে বাজার ফান্ড কর্তৃপক্ষের অধীনস্ত এলাকায় ইজারা নেয়া জমির বিপরীতে ব্যাংক ঋণ না দেয়ায় বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। চার বছর ধরে চলছে এই সংকট। এসব জমি লিজ দেয় জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, লিজ নেয়া জমির বিপরীতে ঋণ প্রদানের জন্য জেলা প্রশাসন অনাপত্তি পত্র না দেয়ায় ব্যাংকগুলো ঋণ দিচ্ছে না। একথা স্বীকার করেছেন ব্যাংক কর্তৃপক্ষও। তবে বাজার ফান্ড কর্তৃপক্ষ জানালেন, সংকট দূর করার চেষ্টা চলছে।
পার্বত্য অঞ্চলে হাটবাজার পরিচালনা ও উন্নয়নের জন্য ১৯৮৫ সালে গঠন করা হয় বাজার ফান্ড নামে একটি সংস্থা। ১৯৮৯ সাল থেকে জেলা পরিষদের অধীনে এ সংস্থাটি পরিচালিত হচ্ছে। বান্দরবান জেলা শহরের চেয়ারম্যান পাড়া, মেম্বার পাড়া, বালাঘাটা আর্মি পাড়াসহ সাত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এই বাজার ফান্ডের আওতাভুক্ত।
বাজার ফান্ড এলাকার বাসিন্দারা জেলা পরিষদ থেকে ইজারা নেয়ার মাধ্যমে জমির মালিকানা সত্ত্ব ভোগদখল করে। এই জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া যেতো। কিন্তুু ২০১৯ সাল থেকে নতুন করে লিজ প্রদান বন্ধ রয়েছে। সেই সাথে বাজার ফান্ডের আওতাভুক্ত জমির বিপরীতে কোন ব্যাংক ঋণও মিলছে না। ফলে বিপাকে পড়েছেন এসব জমির মালিকরা।
ব্যাংক কর্মকর্তারা জানালেন, বাজার ফান্ড এর আওতাধীন জায়গার বিপরীতে ঋণ নেয়ার সময় গ্রহীতাদেরকে জেলা প্রশাসনের অনাপত্তি পত্র ব্যাংকে প্রদান করতে হতো। কিন্তু এখন জেলা প্রশাসন সেই অনাপত্তিপত্র না দেয়ায় ব্যাংকও ঋণ দিতে পারছে না।
তবে, এসব জমির মালিকরা যাতে আগের মতো ব্যাংক ঋণ নিতে পারেন, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানালেন, বাজার ফান্ড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন ।
জেলা পরিষদের তথ্য অনুযায়ি, বাজার ফান্ডের অধীনে জেলার সাত উপজেলায় ১৮টি বাজার ও পাচঁ হাজারের বেশী প্লট ইজারা দেয়া হয়েছে।
Kaniz/sat