সামাজিক অবক্ষয় রোধের আহ্বান

প্রকাশিত: ১৯-০৫-২০২৩ ০২:১৮

আপডেট: ১৯-০৫-২০২৩ ০২:১৮

নিজস্ব প্রতিবেদক: সামাজিক অবক্ষয় রোধ না হলে ডিজিটাল বাংলাদেশ বিপথে যাবে বলে মন্তব্য করেন বক্তারা। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বর্ষিয়ান রাজনীতিবিদ রাশেদ খান মেননের ৮০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সম্মিলন সভায় বক্তারা এ মন্তব্য করেন। 

তারা বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমে প্রায়ই অপব্যবহার দেখা যাচ্ছে তা রোধ করা জরুরি। এছাড়া গণতন্ত্রের মূল শত্র“ হলো জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা। তাই দেশে চলমান সংকট সমাধান ও গণতন্ত্রের পুরোপুরি প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িতার মূল উৎপাটনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

 

Mustafiz/Bodiar