ভৈরব সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে মিষ্টি আলুর ব্যাপক ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। বাজারে ভালো দাম থাকায় অধিক লাভে খুশি চাষিরা। কৃষিবিভাগ বলছে, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মিষ্টি আলুর আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার মিষ্টি আলু।
ভৈরবের চরাঞ্চল আগানগরের লুন্দিয়া ও টুকচানপুরসহ বিভিন্ন এলাকায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মিষ্টি আলুর ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে ঝড়, বৃষ্টি না থাকায় রোদের উজ্জল পরিবেশে নিশ্চিন্ত মনে আলু ঘরে তুলতে পেরে খুশি চাষিরা। কম খরচে উৎপাদন ভালো হওয়ায় আর্থিক সচ্ছলতা এসেছে কৃষকদের ঘরে।
কৃষকরা জানালেন, প্রতি বিঘা মিষ্টি আলু চাষে এবার খরচ হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। উৎপাদিত মিষ্টি আলু ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রির আশা করছেন তারা।
স্থানীয় কৃষি অফিসের তথ্যমতে, গত বছর ভৈরবে ৫শ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল। এ বছর যা বেড়ে দাঁড়িয়েছে ৬শ হেক্টরে।
লাভজনক হওয়ায় ভৈরবে মিষ্টি আলুর চাষ আগামীতে আরও বাড়বে বলে মনে করেন ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।
Priyonty/Bodiar