নারায়ণগঞ্জ সংবাদদাতা: কয়েকদিনের মধ্যেই বাজারে আসছে নারায়ণঞ্জের সোনারগাঁয়ের বিখ্যাত কদমী লিচু। সোনারগাঁয়ের লিচু অন্যসব অঞ্চলের আগে বাজারে আসে বলে এ লিচুর প্রতি ক্রেতার আগ্রহ বেশি থাকে। এ বছর লিচুর ভালো ফলন হলেও বৃষ্টি কম হওয়ায় অনেক লিচু ঝরে পড়েছে। তারপরও করোনাসহ নানা কারণে গত তিন বছরের ক্ষতি এবার পুষিয়ে নেয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা।
পাকছে নারায়ণঞ্জের সোনারগাঁয়ের বিখ্যাত কদমী লিচু। আর মাত্র কয়েক দিনের মধ্যেই বাজারে আসবে এই লিচু। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে প্রায় সাড়ে ৩শ’ লিচু বাগান রয়েছে। এরইমধ্যে প্রতিটি লিচু গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে কাঁচা ও অর্ধ পাকা লিচু।
লিচু পাকতে শুরু করায় ব্যস্ত সময় কাটাচ্ছে চাষি ও ব্যবসায়ীরা। পশু পাখির উপদ্রব থেকে লিচুকে রক্ষার জন্য ইলেক্ট্রিক বাতি, বাঁশ ও টিনের তৈরী বাজনা স্থাপন, জাল দিয়ে ঢেকে রাখার পাশাপাশি নিয়োগ করা হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী।
তবে, বৃষ্টি কম হওয়ায় এবার অনেক লিচু ঝরে পড়ছে। শিগগিরই বৃষ্টি হলে লিচু পুষ্ট ও মিষ্টি বেশী হবে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। ফলন ভালো হওয়ায় পূর্বের ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় আছেন তারা।
স্থানীয় কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) লিটন দেবনাথ বললেন, লিচু চাষ নিয়ে নিয়মিত ভাবে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে। এ বছরও লিচুর ফলন ভাল হয়েছে।
এ বছর সোনারগাঁয়ে একশ’ পাঁচ হেক্টরসহ পুরো জেলায় মোট ১২০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে।
Laiza/Bodiar