চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে আজ (সোমবার) ভোর ৬টা থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হবে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
রোববার চট্টগ্রাম এয়ারপোর্ট ম্যানেজার গ্র“প ক্যাপ্টেন তাসনিম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে শনিবার থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে দুইদিনে অন্তত ১৫০টি ফ্লাইট বাতিল হয়েছে। এরমধ্যে ১০৬টি স্থানীয় এবং বাকিগুলো আন্তর্জাতিক। তবে এই ফ্লাইটগুলোর মধ্যে চট্টগ্রামমুখী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নেমেছে বলে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো।
এর আগে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে (শনিবার) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শনিবার সকাল ৬ টা থেকে রোববার রাত ১২ টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর এবং শনিবার সকাল ৭টা থেকে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমাবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
Mustafiz/sat