নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় চিনির দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৪ই মে) রাজধানীর বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল মাঠে আয়োজিত দেশব্যাপী এককোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে মে মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চিনির চাহিদার প্রায় ৯৯ শতাংশ আমদানি করতে হয়। গত বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে। যেসব পণ্য আমদানি করে দেশে বিক্রি করতে হয়, সেগুলোর দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে হয়। সে কারণেই চিনির দাম বেড়েছে।
সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত এপ্রিল মাস থেকে শুল্ক ছায় অব্যাহত না রাখায় ভোজ্যতেলের দাম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির কারণে নয়।
অনেক অসৎ ব্যবসায়ী বেশি দামে বিক্রির চেষ্টা করে থাকে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্টদের দিয়ে বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকি।
তিনি আরও বলেন, আসছে নতুন বাজেটেও এক কোটি গরিব, দুস্থ অসহায় মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্য পণ্য বিতরণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সফল করতে জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে টিসিবির পরিবার কার্ড ডিজিটালাইজেশন করার পরিকল্পনা সম্পর্কে টিসিবির চেয়ারম্যান মো. আরিফুল হাসান বলেন, আমরা সরকারি একটা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সব প্রক্রিয়া মেনে কাজটি করতে একটু সময় লাগছে। তবে আশা করছি, আগামী ৬ মাসের মধ্যে পুরোটা না হলেও ৭৫ শতাংশ কার্ড ডিজিটালাইজ করা হবে এবং একই সঙ্গে পণ্য প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করা হবে।
rocky/Bodiar