ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর

প্রকাশিত: ১৪-০৫-২০২৩ ১৫:৪৩

আপডেট: ১৪-০৫-২০২৩ ১৫:৪৩

আন্তর্জাতিক ডেস্ক: টানা পাঁচদিনের সংঘর্ষ শেষে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার মিশরের মধ্যস্থতায় এ অস্ত্রবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলও। রক্তক্ষয়ী সংঘর্ষের পর অস্ত্রবিরতির এ ঘোষণায় আনন্দ-উল্লাসে মেতেছে ফিলিস্তিনিরা। 

গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে টানা পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয়পক্ষ। এ বিষয়ে শনিবার একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী পিআইজে'র শীর্ষ নেতার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। মিশরের মধ্যস্থতায় ওইদিন রাত ১০টা থেকে এ চুক্তি কার্যকর হয়েছে। অস্ত্রবিরতির সমঝোতার শর্ত মেনে চলতে সম্মত হয়েছে উভয়পক্ষ। 

এদিকে, মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতির এ ঘোষণায় আনন্দে মেতেছে ফিলিস্তিনিরা। গাজার রাস্তায়  রাস্তায় পতাকা উড়িয়ে উল্লাস করেন তারা। এসময় তাদের অনেকেই গাড়ির হর্ণ বাজিয়ে উল্লাস প্রকাশ করেন। 

অন্যদিকে, চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগেও গাজা উপত্যকা লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর রকেট ছোঁড়ার খবর পাওয়া গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, সবশেষ শনিবার ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় নতুন করে দুই ফিলিস্তিনি নিহত হয়। গত পাঁচদিনের হামলায় এনিয়ে নিহত হয়েছে মোট ৩৫ ফিলিস্তিনি। সংঘর্ষে পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও আবাসিক ভবন। 

২০২৩ সালের শুরু থেকেই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের বেশ অবনতি হয়। ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর ভূখণ্ডে মোট ১৩৩ জন নিহত হয়েছেন। 

 

aleya/Bodiar