ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। রোববার (১৪ই মে) টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ২ উইকেটে তুলেছে ৯০ রান।
তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজানো বাংলাদেশ আজও ওপেনিং জুটিতে সাফল্য পায়নি। অভিষিক্ত রনি তালুকদার ১৪ বলে ৪ রান করে আউট হয়েছেন। এরপর জুটি গড়েন তামিম ইকবাল আর নাজমুল শান্ত। ৪৪ বলে ৪৯ রানের মারকুটে জুটি ভাঙে উইল ইয়ংয়ের বলে। বলটি খোঁচা মেরে স্লিপে ধরা পড়েছেন এই বাঁহাতি। ৩২ বলে ৭ বাউন্ডারিতে শান্ত করেন ৩৫ রান। এখন মাঠে আছেন তামিম ইকবাল আর লিটন দাস।
চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে একদিনের ক্রিকেটে আজ অভিষেক হচ্ছে রনি তালুকদারের। একাদশে জায়গা পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
এর আগে, প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টির কােেরণ। দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের দেওয়া ৩১৮ রানের লক্ষ্য টপকে জয় পায় বাংলাদেশ। আজ জিতলে সিরিজের শিরোপা উঠবে টাইগারদের হাতে। তবে ম্যাচটি আয়ারল্যান্ড জিতলে সমতায় শেষ হবে সিরিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
rocky/Bodiar