নিজস্ব প্রতিবেদক: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে দেশে-বিদেশে তৈরি হওয়া চাপ থেকে জনদৃষ্টি সরাতেই জিয়াউর রহমানের নামে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ (রোববার) সকালে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অসৎ উদ্দেশ্যেই ৪৭ বছর পর জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করিয়েছে সরকার। বিএনপি’র চলামন আন্দোলনকে ভিন্নখাতে নিতেই ষড়যন্ত্র শুরু হলেও তা ঐক্যবদ্ধ প্রতিরোধে নসাৎ করে দেয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল।
GM/Bodiar