নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে রক্ষায় ভাসানচরে থাকা ৩০ হাজার রোহিঙ্গাকে সেখানকার আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
আজ (রোববার) ভাসানচরে ১১২টি গুচ্ছ কেন্দ্রে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নেয়া হয়েছিলো। ঝড়ের আশংকায় তাদের ভাসানচরের সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়। সেখানে তাদের পর্যাপ্ত খাবারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়া কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে যেসব রোহিঙ্গারা ঝুঁকিতে আছে তাদেরও ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সেখানে থাকা রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
afroza/Bodiar