থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১৪-০৫-২০২৩ ১৩:০৮

আপডেট: ১৪-০৫-২০২৩ ১৩:০৮

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের জাতীয় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ (রোববার) স্থানীয় সময় সকাল ৮টায় দেশের ৯৫ হাজার ভোটকেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়, শেষ হবে ৫টায়।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এ খবর বলা হয়েছে।

নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রার (৩৬) ফেউ থাই পার্টি, সাবেক প্রযুক্তি ব্যবসায়ী পিটা লিমজারোয়েনরাতের (৪২) মুভ ফরোয়ার্ড এবং বর্তমান প্রধানমন্ত্রী সেনাপ্রধান প্রাউথ চান-ওচা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতন্ত্রপন্থি দুই বিরোধী দল দেশটিতে ন্যূনতম মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মাঝে প্রচারণা চালিয়েছে। 

সাম্প্রতিক ইতিহাসে ডজনখানেক সামরিক অভ্যুত্থানের সাক্ষী হওয়া দেশটিতে এই নির্বাচনকে রাজনৈতিক পথচলার বাঁক বদল হিসেবে দেখা হচ্ছে। জনমত জরিপে প্রাউতের চেয়ে পেতংতার্ন ও পিটা লিমজারোয়েনরাত এগিয়ে আছেন। তাই এই নির্বাচনে তিনি সামরিক শাসনবিরোধী এই দুই দলের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১৯ সালে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সে নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এতে ফল ঘোষণার এক সপ্তাহ পরে সেনাবাহিনীপন্থি একটি দল সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে প্রাউতের নাম ঘোষণা করে। যদিও বিরোধীরা বলেছিল, এটা অনৈতিক।

 

afroza/Bodiar