কক্সবাজার সংবাদদাতা: অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে প্রচণ্ড বাতাস।
আজ (রোববার) সকাল সোয়া ৯টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বাড়তে থাকে দমকা হাওয়া।
সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও টেকনাফে এখন অনেক বেশি বাতাস বইছে। বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সেন্টর্মাটিন-টেকনাফের সবাইকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের খোঁজ খবর রাখা হচ্ছে।
Priyonty/Bodiar