সকাল থেকে বিদ্যুৎহীন টেকনাফ

প্রকাশিত: ১৪-০৫-২০২৩ ১১:৫৬

আপডেট: ১৪-০৫-২০২৩ ১১:৫৬

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে দুদিন ধরে যাওয়া-আসা করছে বিদ্যুৎ। তবে আজ রোববার সকাল থেকে টেকনাফ উপজেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। কক্সবাজার শহরের কিছু এলাকায় বিদ্যুৎ নেই। আজ ঘূর্ণিঝড় ‌‘মোখা’র অগ্রভাগ টেকনাফ উপকূল অতিক্রম করলেও এখনো ভয়াবহ রূপ ধারণ করেনি। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এখন উপকূলে অতিক্রম করছে। তবে এটির মূল কেন্দ্র রয়েছে অনেক দূরে। যেটি আঘাত হানতে পারে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে। 

টেকনাফের ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান জানান, বাতাসের গতিবেগ বাড়তে থাকায় কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ছে বিদ্যুৎ লাইনের ওপর। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এজন্য সমুদ্র উপকূল এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ আছে। 

জানা গেছে, টেকনাফে সকাল আটটার পরে বৃষ্টি ও বাতাস বাড়তে থাকে। টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ঢিল এলাকায় ও জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে, সাগর এখন উত্তাল আছে।  

ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে দেড় লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে।

afroza/sat