কক্সবাজার এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত: ১৪-০৫-২০২৩ ১১:১৯

আপডেট: ১৪-০৫-২০২৩ ১১:১৯

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ সারাদেশে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সংকট দেখা দিয়েছে।

এতে চট্টগ্রামসহ সারাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভোগান্তি দেখা দিয়েছে। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে। বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।

বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

ঘূর্ণিঝড় 'মোখা’র খবরে ভাসমান টার্মিনাল দুটি শুক্রবার রাত ১১টার দিকে নির্ধারিত স্থান থেকে গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হয়। ফলে ওই দুটি টার্মিনাল থেকে এতোদিন দৈনিক গড়ে যে ৭০০ এমএমসিএফ গ্যাস আসত তা বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া টার্মিনাল দুটি দ্রুত পুনঃস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে মধ্যবর্তী সময়ে চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুতের উৎপাদন ঘাটতি থাকার কারণে এ সময় ঢাকাসহ দেশের অনেক জায়গাতেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

Sumyia/Bodiar