মোখা’র প্রভাবে রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ১৪-০৫-২০২৩ ১০:৩৬

আপডেট: ১৪-০৫-২০২৩ ১০:৩৬

নিজস্ব প্রতিবেদক: মোখার অগ্রভাগের প্রভাবে ঢাকায় বৃষ্টি ও দমকা বাতাস শুরু হতে পারে। আজ (রোববার) রাজধানী ঝড়ের এ প্রভাব আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে কম পড়তে পারে উত্তরাঞ্চলে।

রোববার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলবে রাত পর্যন্ত। সে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হ্ওায়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, রাজশাহী এবং রংপুর বিভাগসহ টাঙ্গাইল, নেত্রকোনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

afroza/sat