চরম ঝুঁকিতে সেন্টমার্টিন

প্রকাশিত: ১৪-০৫-২০২৩ ০৮:৪২

আপডেট: ১৪-০৫-২০২৩ ১৭:০০

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিনে ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। এছাড়া ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে অগ্রসর হওয়ায় সেন্টমার্টিনে বৃষ্টি হচ্ছে। ঝড়ের প্রভাবে দ্বীপটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। 

রোববার (১৪ই মে) ভোর থেকে সেন্টমার্টিনের দ্বীপে বাতাসের গতিবেগ বেড়েছে। সঙ্গে গুড়ি গুড়ি  বৃষ্টি হচ্ছ।  সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সকালে টেলিফোনে বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন, জোয়ার আসা শুরু করেছে। সাগর খুবই উত্তাল। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আতঙ্কিত হয়ে আছে দ্বীপের প্রতিটি মানুষ। দ্বীপের অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে। বিদ্যুৎ না থাকার কারণে অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। জেলা প্রশাসনের সহযোগীতায় আশ্রয়কেন্দ্রে আসা নাগরিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের উল্টো দিকে অবস্থিত আশ্রয়কেন্দ্রে প্রায় ৮ হাজার মানুষ রাতে অবস্থান করেছেন।

 

afroza/sat