ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের চোটে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি জানায়, শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে একটি ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় সাকিব তার ডান তর্জনীর ডগায় চোট পান। শনিবার এক্স-রেতে তার তর্জনীর গড়ায় ফাটল ধরা পড়েছে। এই ধরনের চোট সারতে সাধারণত প্রায় ছয় সপ্তাহ সময় লাগে। দুর্ভাগ্যবশত আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে না।”
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজটি বাংলাদেশ খেলছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩১৯ রান তাড়ায় ৩ উইকেটের দারুণ এক জয় পায় বাংলাদেশ।
ওই ম্যাচে বল হাতে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাটিংয়ে ২৬ রান করেন সাকিব।
তৃতীয় ও শেষ ম্যাচ হবে আজ রোববার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।
Prottay/shimul