চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের ‘জিআই’ পণ্যের স্বীকৃতি পাওয়া ফজলি আম এখন অস্তিত্ব সংকটে পড়েছে। ফলন কম হওয়া, সঠিক মূল্য না পাওয়াসহ নানা অজুহাতে কেটে উজাড় করা হচ্ছে ফজলির বাগান। আবার কেউ কেউ ঝুঁকছেন উচ্চফলনশীল জাতের আম চাষে। অথচ জনপ্রিয় এই জাতটি রক্ষায় কোন উদ্যোগ নেই কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের।
উত্তরবঙ্গের জেলা চাঁপাইনবাবগঞ্জ আমের রাজ্য হিসেবে সুপরিচিত। এই অঞ্চলের নানা জাতের আমের মধ্যে ফজলি বেশি জনপ্রিয়। সেই ফজলি আমের গাছ কেটেই তার জায়গায় ভুট্টা, আখ, গম ও পেয়াঁজ চাষ করছেন শিবগঞ্জের আম চাষি আব্দুন নুর।
শুধু আব্দুন নুরই নয়, উৎপাদন কমে যাওয়া এবং দাম না পাওয়ার হতাশা থেকে অনেক চাষি ও বাগান মালিক জেলার ঐতিহ্যবাহী এই আমের বাগান কেটে অন্য ফসল করছেন।
বড় বাগান কেটে নতুন জাত সম্প্রসারণ করা ঠিক হবে না বলে মনে করেন আম গবেষকরা। তাদের মতে, ঘন পদ্ধতিতেও গাছ ছোট রেখে ফজলি আমের চাষ করা সম্ভব।
আমের জনপ্রিয় এই জাতটি রক্ষায় কৃষকদের সচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ।
আম চাষিদের মাঝে সচেতনতা গড়ে না উঠলে ফজলি জাতের আম হারিয়ে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
Prottay/Bodiar