দুর্নীতির অভিযোগ : একই পরিবারের চারজনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ০২-০৫-২০২৩ ১৯:২৬

আপডেট: ০২-০৫-২০২৩ ১৯:২৬

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এ তথ্য জনান দুদক সচিব মাহবুব হোসেন। 

অবৈধ সম্পদের মধ্যে রাজধানীর বারিধারায় একটি ফ্ল্যাট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ২৬ কোটি টাকার এফডিআর ও ইস্টার্ন ব্যাংকে ৫ কোটি টাকার এফডিআরসহ বিভিন্ন কোম্পানির শেয়ারের তথ্য রয়েছে। 

শহীদ উদ্দীন খান আয়কর ফাঁকির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি পরিবারসহ বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে দুদক সূত্রে জানা গেছে।

EHM/joy