বাগেরহাট সংবাদদাতা: অজানা রোগের কারণে পরিপক্ক হওয়ার আগে তরমুজ ঝরে পড়ায় বিপাকে পড়েছে বাগেরহাটের চাষীরা। কোন প্রতিকার না পাওয়ায় তারা হতাশ। লোকশান কিভাবে সমাল দেবেন তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। এদিকে, কৃষি বিভাগ জানিয়েছে, সংকট মোকাবেলায় সাহায্য করবে তারা।
বাগেরহাটে আন্ধারমানিক গ্রামের তরমুজ ক্ষেতে অজানা রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এ রোগের কারণে তরমুজ গাছ ঢলে পড়ছে। পরিপক্ক হওয়ার আগেই ঝরে পড়ছে তরমুজ। কিছুদিন পরই তরমুজ বাজারজাত করার পরিকল্পনা থাকলেও এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা।
তারা বলছে, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও রোগের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। কৃষি বিভাগকে জানিয়ে কোন প্রতিকার মিলছেনা বলেও অভিযোগ তাদের। ফলে বড় ধরনের লোকশানের আশংকা করছে তারা।
কৃষি বিভাগ বলছে, জনবল সংকটের কারণে নিয়মিত সেবা দিতে পারছে না তারা। তবে এই বিষয়ে কৃষকদের সব রকম সহযোগিতা দেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
বাগেরহাটে এবছর ১৬২ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এরমধ্যে শুধু আন্ধারমানিক গ্রামেই ১শ’ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন কৃষকরা।
FR/Bodiar